অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সাবমেরিনের হামলায় ধ্বংস হয়ে যাওয়া মার্কিনি ইউএসএস ইন্ডিয়ানোপেলিস যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ৭২ বছর পর ফিলিপাইন সাগরে ৫.৫ কিলোমিটার নিচে এই জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায়।
যুদ্ধজাহাজের অনুসন্ধানকারী দলের নেতৃত্ব দেন পল অ্যালেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমাতে পরমাণু বোমার অংশ পৌঁছানোর কাজে এই জাহাজটির গোপন অভিযান সম্পূর্ণ হওয়ার পরই একে টার্গেট করা হয়।
হাজে থাকা ১,২০০ জন নাবিক এবং সেনার মধ্যে এই হামলার পরে ৮০০ জন বেঁচে যায়। কিন্তু হাঙরে ভর্তি সমুদ্রে জীবনমরণ লড়াই করার পর মাত্র ২০০ জন প্রাণে বেঁচে ফিরে আসেন। যার মধ্যে এখনও ১৯ জন জীবিত আছেন বলে জানা গেছে।
মার্কিন নৌবাহিনীর ইতিহাসবিভাগের মতে, ১৯৪৫ সালের ৩০ জুলাই হামলার মাত্র ১৫ মিনিট পরেই জাহাজটি ডুবে যায়। সূত্র: ওয়াশিংটন পোস্ট
আকাশ নিউজ ডেস্ক 



















