অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পূর্ব ইউক্রেনে সশস্ত্র সংঘাতে প্রায় তিন হাজার বেসামরিক লোক নিহত হয়েছে। পূর্ব ইউক্রেনে ২০১৪ সালের রাষ্ট্রীয় অভ্যুত্থানের প্রাক্কালে সশস্ত্র এ সংঘাত শুরু হয়। আর্ন্তজাতিক রেডক্রস কমিটি এ তথ্য জানায়।
এক টুইটার পোস্টে রেডক্রস জানায়, পূর্ব ইউক্রেনে সশস্ত্র সংঘাতে ২ হাজার ৭শ’রও বেশী বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। বেসামরিক নাগরিকের প্রাণহানির প্রধান কারণ হিসেবে মর্টারের গোলার আঘাতকেই দায়ী করা হচ্ছে। এছাড়া স্থল মাইনসহ অবিস্ফোরিত গোলাবারুদও রয়েছে।
ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান এফেয়ার্স (ইউএনওসিএইচএ) জানায়, ২০১৭ সালের প্রথম ছয়মাসে ইউক্রেনে অন্তত ৭৮ জন নিহত ও ৩শ’ ৬৩ জন আহত হয়েছে। বছর বছর যা ২৬ শতাংশ হারে বাড়ছে।
আকাশ নিউজ ডেস্ক 



















