অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার ইয়াবা ও এনজিও সংস্থার স্টিকারযুক্ত মাইক্রোবাসসহ এক চালককে আটক করেছে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে র্যাব-৭ টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা পৌর এলাকার কলেজপাড়া এলাকায় সড়কে অভিযান চালায়। ওই সময় এনজিও সংস্থা ডেনচার্চএইডের (ডিসিএ) স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস আটক করে।
ওই মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১ লাখ ১৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় ইয়াবা পাচারে জড়িত থাকায় গাড়ির চালক মহেশখালী উপজেলার মিঠাছড়ির মৃত আবু ছৈয়দের পুত্র মীর কাশেমকে (৩০) আটক করা হয়।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান যুগান্তরকে জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















