অাকাশ স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসছে। শুক্রবার রাত ১১টায় ঢাকায় পা রাখার কথা টিম অস্ট্রেলিয়ার। ডেভিড ওয়ার্নার তাই আগেই জানিয়ে রাখলেন, বাংলাদেশে আসছেন তারা। নাথান লিওনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ফেসবুক পেজে। লিখেছেন, ‘প্রস্তুত থাকো ঢাকা, আমরা আসছি।’
দীর্ঘ ১১ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছিল অসিরা। ওই দলের কেউই নেই এবারের সফরে! নতুন স্কোয়াড নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সফরে এবার দুটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। মূল লড়াই শুরু ২৭ আগস্ট। তার আগে একটি প্রস্তুতি খেলবে স্টিভেন স্মিথের দল। প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
আকাশ নিউজ ডেস্ক 



















