অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত তিন দশক ধরে চেনেন- এমন একজন লেখক বলেছেন, তার বিশ্বাস চলতি বছর শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়বেন ট্রাম্প। বৃহস্পতিবার এক টুইটে নিজের এ বিশ্বাসের কথা লিখেছেন লেখক টনি শোয়ার্টজ।
টুইটে তিনি লিখেছেন, ট্রাম্পের জামান কার্যত শেষ। বছর শেষের পরও তিনি টিকে থাকলে অবাকই হবো। ১৯৮৭ সালে লেখা ট্রাম্পের অ্যার্ট অব দ্য ডিলের সঙ্গে টনি শোয়ার্টজের নাম জড়িয়ে আছে।
আকাশ নিউজ ডেস্ক 



















