অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আফগানিস্তানের সার-ই পুলের মির্জা ওলাং গ্রামে দুইটি গণকবর থেকে অন্তত ৩৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সপ্তাহে উত্তরাঞ্চলের প্রদেশ সার-ই পুলের মির্জা ওলাং গ্রামে জঙ্গি হামলায় অন্তত ৬২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
সেখানে একটি গণকবরে ২৮টি এবং আরেকটিতে আটটি মৃতদেহ পাওয়া গেছে বলে জানান প্রাদেশিক সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ আমানি। তিনি বলেন, নিহত সবাই পুরুষ এবং তাদের অধিকাংশকেই শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে।
তালেবানের পক্ষ থেকে যৌথ ভাবে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বলা হয়, তারা কোনও বেসামরিক মানুষকে হত্যা করেনি। তবে সোমবার আইএস এর পক্ষ থেকে এক বিবৃতিতে ৫৪ শিয়া মুসলিমকে হত্যা করার কথা স্বীকার করা হয়েছে।
মির্জা ওলাং গ্রাম থেকে পালিয়ে প্রাণ বাঁচান কয়েকজন সাংবাদিকদের বলেন, তারা হামলাকারীদের হাতে তালেবানের সাদা এবং আইএস এর কালো উভয় পতাকাই দেখেছে।
আকাশ নিউজ ডেস্ক 




















