ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বিএনপি-জামায়াত থাকলে শিক্ষার উন্নয়ন হয় না: ফারুক খান

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে কোনোদিনও লেখা-পড়ার উন্নয়ন হয় না। তারা ক্ষমতায় থাকলে উন্নতি হয় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের ও দুর্নীতির উন্নতি হয়।

শনিবার কাশিয়ানীর রাতইল আইডিয়াল কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. ফারুক আহম্মেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে এমপি কন্যা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক কানতারা খান বক্তব্য রাখেন।

সমবেতদের উদ্দেশ্যে ফারুক খান বলেন, আপনারা জানেন বিএনপি আমলে এ এলাকার কোন উন্নয়ন হয়নি। বিশ্বরোডের ইট পর্যন্ত উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, বন্ধ করে দেয়া হয়েছিল ভাটিয়াপাড়া-কালুখালি রেল লাইন।

তিনি বলেন, বিএনপি জামায়াতের সময়ে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত আমরা দেখেছি কিভাবে দেশে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও দুর্নীতির প্রসার ঘটেছিল।

আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ এলাকার উন্নয়নের জন্য বিশেষ করে রাস্তা-ঘাট, শিক্ষা-প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ সরকারের আমলে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেয়া হয়েছে। শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে কোটি কোটি বই বছরের প্রথম দিনে বিনামূল্যে বিতরণের ব্যবস্থা এ সরকারের আমলেই করা করা হয়েছে। তিনি শিক্ষার্থীদেরকে মনোযোগ দিয়ে লেখা পড়া করে দেশের উন্নয়নে শরিক হওয়ার আহবান জানান।

ফারুক খান বলেন, আওয়ামী লীগই কেমলমাত্র দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন, ধর্মের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়নসহ সব ধরনের উন্নয়ন কাজ করেছে। আজকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলা হয়। আর তা করেছে কেবল আওয়ামী লীগ সরকার।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

পরে তিনি কাশিয়ানীর পিঙ্গলীয়াতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিস্তি প্রস্তর স্থাপনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক

বিএনপি-জামায়াত থাকলে শিক্ষার উন্নয়ন হয় না: ফারুক খান

আপডেট সময় ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে কোনোদিনও লেখা-পড়ার উন্নয়ন হয় না। তারা ক্ষমতায় থাকলে উন্নতি হয় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের ও দুর্নীতির উন্নতি হয়।

শনিবার কাশিয়ানীর রাতইল আইডিয়াল কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. ফারুক আহম্মেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে এমপি কন্যা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক কানতারা খান বক্তব্য রাখেন।

সমবেতদের উদ্দেশ্যে ফারুক খান বলেন, আপনারা জানেন বিএনপি আমলে এ এলাকার কোন উন্নয়ন হয়নি। বিশ্বরোডের ইট পর্যন্ত উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, বন্ধ করে দেয়া হয়েছিল ভাটিয়াপাড়া-কালুখালি রেল লাইন।

তিনি বলেন, বিএনপি জামায়াতের সময়ে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত আমরা দেখেছি কিভাবে দেশে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও দুর্নীতির প্রসার ঘটেছিল।

আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ এলাকার উন্নয়নের জন্য বিশেষ করে রাস্তা-ঘাট, শিক্ষা-প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ সরকারের আমলে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেয়া হয়েছে। শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে কোটি কোটি বই বছরের প্রথম দিনে বিনামূল্যে বিতরণের ব্যবস্থা এ সরকারের আমলেই করা করা হয়েছে। তিনি শিক্ষার্থীদেরকে মনোযোগ দিয়ে লেখা পড়া করে দেশের উন্নয়নে শরিক হওয়ার আহবান জানান।

ফারুক খান বলেন, আওয়ামী লীগই কেমলমাত্র দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন, ধর্মের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়নসহ সব ধরনের উন্নয়ন কাজ করেছে। আজকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলা হয়। আর তা করেছে কেবল আওয়ামী লীগ সরকার।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

পরে তিনি কাশিয়ানীর পিঙ্গলীয়াতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিস্তি প্রস্তর স্থাপনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন।