অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেড়াতে গিয়ে সাগরে ডুবে নিখোঁজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র নাকিব মোহাম্মদ খাব্বাবের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগরে জেলেদের জালে আটকা পড়ে একটি লাশ। পরে তা উদ্ধার করে উপকূলে আনা হলে তা নিখোঁজ নাকিব মোহাম্মদ খাব্বাবের লাশ বলে সনাক্ত করা হয়।
ঘটনাস্থলে থাকা চুয়েটের উপ ছাত্র কল্যাণ পরিচালক ড. জিএম সাদিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে নাকিব মোহাম্মদ খাব্বাবের ছোট ভাই খাত্তাবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন ঢাকায় আছি তবে ঘটনাস্থল থেকে আমাকে ফোন করে জানিয়েছে জেলেদের জালে আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে। আমরা চট্টগ্রামে আসছি।
উল্লেখ্য, মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০জন শিক্ষার্থীর একটি দল মুরাদপুর সাগর উপকূলে বেড়াতে যান। বিকেলে তারা সাগর পাড়ে যান। তখন নাকিবসহ তিনজন শিক্ষার্থী পানিতে নামেন। তাদের পাশে তরুণীদের আরেকটি দলও পানিতে নামেন। সেই দলের দু’জন তরুণী পানির স্রোতের ঘূর্ণিতে পড়ে ডুবে যেতে থাকলে নকীবসহ তিন শিক্ষার্থী তাদের উদ্ধার করতে সাগরে নামেন এবং তারা নিজেরাই সাতাঁর না জানায় স্রোতের টানে পানিতে ডুবে যেতে থাকেন।
এ অবস্থায় ওপরে থাকা শিক্ষার্থীরা চিৎকার করলে পাশে থাকা জেলেদের একটি নৌকা এগিয়ে আসে। এক পর্যায়ে ডুবতে থাকা দুই তরুণীসহ অন্যদের উদ্ধার করতে পারলেও নাকিব পানিতে তলিয়ে যান।
আকাশ নিউজ ডেস্ক 
























