অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের ফটিকছড়িতে এক গ্রামের রাস্তার বেহাল দশা দেখে প্রধানমন্ত্রী বরাবরে ওয়াহিদুল আলম (৩৪) নামের এক প্রবাসীর চিঠি! প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী ওয়াহিদুল আলমের আকুল আবেদন তাদের গ্রামের রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়। চিঠিটা হুবেহু তুলা ধরা হলো।
মাননীয় প্রধানমন্ত্রী,
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
দেশ রত্ন বিশ্বনেত্রী জননেত্রীর কাছে সবিনয় অনুরোধ এই যে,আমরা ১৩ নং লেলাং গোপাল ঘাটা, ফটিকছড়ি ,চট্টগ্রামের প্রায় ৮-১০ হাজার লোকের বসবাস যেখানে স্বাধীনতার পর হতে এখন ও পর্যন্ত এই এলাকার মানুষ খুবই অবহেলিত,বিশেষ করে যোগাযোগ ব্যাবস্থা গোপাল ঘাটা হতে সন্যাসির হাট পর্যন্ত ৪-৫ কিলোমিটার রাস্তা,এই এলাকার মানুষের অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে অনেক বছর ধরে,অনেক রোগী এই রাস্তা দিয়ে হাসপাতাল এ যাওয়ার আগেই মৃত্যু বরন করছেন,ডেলিবারী রোগীদের কষ্ট ভাষাযর প্রকাশ করার মত নই,গাড়ীর যন্ত্রাংশ খারাপ আর এক্সিডেন্ট নিত্যদিনের ঘটনা,এই এলাকার মানুষ মুক্তিযুদ্ধের সময় প্রান দিয়েছিলেন ২৯ জন,অনেক মুক্তিযাদ্ধা এখন ও আশাহত,হতাশা নিয়ে বেঁচে আছেন,আর ওনাদের সন্তানেরা যখন দেখে স্বাধীনতা বিরোধী এলাকা বা গ্রাম গুলা যোগাযোগ আর শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চাইতে অনেক এগিয়ে তখন আমাদের আপসোস করা ছাড়া আর কিছুই করার থাকেনা,যে গ্রাম হতে শতকরা ৯৮ টি ভোট নৌকা মার্কায় যায়,সে এলাকার মানুষ উন্নয়ন হতে আজ বাঁধাগ্রস্থ কোন এক অদৃশ্য কারনে যা আমরা কেউ জানিনা!!! বর্তমান সরকার নৌকার সরকার, মুক্তিযুদ্ধের সরকার, উন্নয়নের সরকার, ডিজিটাল বাংলাদেশে সপ্ন বাস্তবায়নের সরকার, আজ সারাদেশ যেখানে সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে উন্নয়নের জোয়ারে সেখানে আমরা অনেক অনেক পিঁছিয়ে।
অতএব, আপনি একজন বঙ্গমাতার কন্যা,বঙ্গবন্ধুর মেয়ে যার হৃদয়ের বিশালতা কারো সাথে তুলনা হয়না,আপনার সামান্য ইশারাই এই জনবহুল এলাকায় ৪-৫ কিলোমিটার রাস্তা কার্পেটিং এর ব্যাবস্থা করে দিলে আমরা সাধারন জনগন আপনার নিকট চির কৃতজ্ঞতার সাথে সবসময় দোয়াতে মনে রাখিব, বিনীত অনুরোধ আমার আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার দৃষ্টি আকর্ষন করছি।আমি একজন প্রবাসী দেশপ্রেমিক।
আমার পরিচিতি:-
নাম : ওয়াহিদুল আলম
জাতীয় পরিচয়পত্র নম্বর: ১৯৮৪১৫১৩৩৫৭০২৬৯৪৮
জন্ম তারিখ: ১৫-০৫-১৯৮৪
জাতীয়তা: বাংলাদেশী
পেশা: আবুধাবি প্রবাসী ব্যাবসায়ী
মাতার নাম: মনোয়ারা বেগম
পিতার নাম: হাজী রমজান আলী
স্থায়ী ঠিকানা: গোপাল ঘাটা, হিরাজানের বাড়ী। ডাকঘর: চাডালিয়া হাট পো: কো:৪৩৫২। জেলা: চট্টগ্রাম থানা:ফটিকছড়ি।
যোগাযোগ: ০১৮৭৪৭২২৭৪২ আবুধাবি:+৯৭১৫৫৫১২০৩৯০।
মনজুর হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 
























