অাকাশ আইসিটি ডেস্ক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হতে যাচ্ছে। সোমবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল দফতরকে দুর্নীতিমুক্ত এবং ৬১টি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অনন্য অবদানের কারণেই এই অর্জন সম্ভব হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হলে জাতি অনেক আগেই একটি উন্নত ও আধুনিক দেশে পরিণত হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা আজ বাস্তবায়নের পথে।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আহসান, সিংড়া পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।
আকাশ নিউজ ডেস্ক 



















