অাকাশ জাতীয় ডেস্ক:
সোমবার ‘গাছ লাগাও, উপকূল বাঁচাও’ এ স্লোগান নিয়ে দুপুর ১২টা ১ মিনিটে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ১ লাখ গাছের চারা রোপন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
একই সময়ে উপজেলার ৫০৭টি স্পটে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, সড়কের পাশে, সামাজিক প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস প্রাঙ্গণে এসব গাছের চারা রোপন করা হয়। এখানে ফলজ, বনজ, ওষুধি ও ফুলের গাছসহ মোট ২১ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে।
এ সময় উপমন্ত্রী জ্যাকব বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই। এসময় পুরো জেলায় ১০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির ঘোষণা দেন উপমন্ত্রী।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আযম মুকুল, জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মোহাব্বতজান চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর মেয়র মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কুদ্দুছ জানান, শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ও বৈশ্বিক উষ্ণতা রোধে’র উদ্দেশ্যেই মূলত বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















