অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সব কেন্দ্রে এজেন্ট দিতে না পারা দলের প্রার্থী হাসান উদ্দিন সরকারের দুর্বলতা হিসেবে দেখছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। বলেছেন, বিএনপি তার কাছে সহায়তা চাইলে তিনিই এজেন্ট দিতেন তাদেরকে।
দুপুরে টঙ্গীর আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জাহাঙ্গীর। এ সময় তিনি এজেন্ট বের করে দেয়ার বিষয়ে হাসানের অভিযোগের জবাব দেন।
সকালে টঙ্গীর বছিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে হাসান উদ্দিন সরকার অভিযোগ করেন, ১০টির মতো কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল গণমাধ্যমকর্মীদেরকে জানিয়েছেন, পাঁচ থেকে ছয়টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেয়ার কথা জেনেছেন তিনি।
তবে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শতাধিক কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে সেখানে সিল মারছে পুলিশও।
বিএনপির অভিযোগ নাচক করে জাহাঙ্গীর বলেন, ‘বিএনপির মেয়র প্রার্থী এজেন্ট দিতে অক্ষমতা দেখিয়েছেন। এ দায় অন্যকে দিলে তো হবে না। তবে আমাকে অনুরোধ করলে আমি তাঁকে এজেন্ট দিয়ে সাহায্য করতাম।’
হাসান সরকার ১০টি কেন্দ্র নিয়ে অভিযোগ করলেও কোনো কেন্দ্রের নাম বলেননি। তবে দুটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বি্এনপির কেউ এজেন্ট হতে আবেদনই করেনি।
জাহাঙ্গীর বলেন, ‘আমি আমার দুই হাজার ৭০০ এজেন্টের নাম বলতে পারব। কিন্তু বিএনপির প্রার্থী তাঁর এজেন্টদের নাম বলতে পারবেন না।’
ভোট সুষ্ঠু হচ্ছে জানিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদও জানান আওয়ামী লীগ নেতা।
আকাশ নিউজ ডেস্ক 



















