অাকাশ জাতীয় ডেস্ক:
ভোলার লালমোহনে মো. শাহিন নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে স্থানীয়রা শাহিনের দোকানের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে তার লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
স্থানীয়রা লর্ডহার্ডিঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দিলে তারা ঘটনাস্থল পরির্দশন করে। পরে লর্ডহার্ডিঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে লালমোহন থানায় খবর দেয়া হলে সকালে ওসি মীর খায়রুল কবির এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















