অাকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সৌরভ বাড়ৈ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাচারতারা নামক স্থানে খালের পানিতে ভাসমান অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত সৌরভ বাড়ৈ (৬) মাচারতারা গ্রামের কাঠমিস্ত্রি সঞ্জয় বাড়ৈ এর ছেলে।
নিহত শিশুর পারিবারের বরাত দিয়ে কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, শিশুটি মাচারতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির একজন ছাত্র।
শিশুটির মা অঞ্জনা বাড়ৈ জানান, রোববার দুজনেই প্রতিদিনের মতো কাজ করতে বাইরে যায়। সৌরভও তার মায়ের সঙ্গে যায়। সেখানে মায়ের কাজে সমস্যা হওয়ায় দুপুরের দিকে ছেলেকে বাড়ি চলে যেতে বললে সে বাড়ি যাওয়ার পথে খালের ওপর বাঁশের সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও ছেলেকে খুঁজে পাওয়া যায়নি।
সোমবার সকালে পানিতে সৌরভের লাশ ভেসে উঠলে স্থানীয় জনগণ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
আকাশ নিউজ ডেস্ক 























