অাকাশ জাতীয় ডেস্ক:
সীতাকুণ্ডে পৃথক সড়কদুর্ঘটনায় তিনজন নিহত ও অজ্ঞাত ২জন আহত হয়েছে। শুক্রবার উপজেলার শুকলালহাট ও মাদামবিবিরহাট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টায় চট্টগ্রামমুখী ৭ন্ং মিনিবাস শুকলালহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অজ্ঞাত পুরুষ (৩০) ও অজ্ঞাত নারী (৭০) বাসের যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় ও অজ্ঞাত ২ বাসযাত্রী আহত হয়।
অপরদিকে বিকাল সাড়ে ৫টার দিকে মাদামবিবিরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকার চাপায় এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবীব ও কুমিরা হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট মাসুদ আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























