অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই অজ্ঞাত পুরুষ যাত্রী মারা গেছে। বৃহস্পতিবার বিকালে জামালপুরগামী কমিউটার ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
জয়দেবপুর রেল জংশন পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের জামালপুরগামী কমিউটারের ছাদে বসে অজ্ঞাতনামা দুই পুরুষ যাত্রী ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছিল।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল প্রায় ৬টার দিকে গাজীপুরের ধীরাশ্রম স্টেশনের আউট সিগনালে এসে পৌঁছলে হঠাৎ ছাদ থেকে মাটিতে (নিচে) পড়ে যায়। এতে কাটা পরে দুজনই ঘটনাস্থলে মারা যায়। তাদের পরনে ছিল প্যাট-শার্ট। বয়স আনুমানিক ২৫-৩০ এর মধ্যে।
সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে বলে জানান রকিবুল ইসলাম।
আকাশ নিউজ ডেস্ক 























