অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ির নাজিরহাট জারিয়া কমিউনিটি সেন্টারের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম কুতুব উদ্দিন। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-নোমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট হিসাব বিজ্ঞানী, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সেলিম উদ্দিন, নর্দান জেনারেল ইন্সুরেন্স কোঃ লিঃ এর পরিচালক আলহাজ্ব নাছির উদ্দিন, বিশিষ্ট হালদা গবেষক, চ,বি’র প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, চ,বি’র আইন বিভাগের সহকারী অধ্যাপক ড.মঈন উদ্দিন, চ,বি’র মাইক্রো বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্টোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ওমর ফারুখ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মঈনুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার মোঃ শহিদুল আজিম আযাদ, চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউভার্সিটির প্রাভাষক ও সহকারী জজ মোঃ জিয়া প্রমুখ।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য সৈকত আলম, নাজিরহাট পৌরসভার কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন, সাংবাদিক মাহফুজ অনাম, আজকের প্রজন্মের সাবেক কেন্দ্রীয় সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, আজকের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি রুবেল বিশ্বাস, সাংবাদিক সাইফুর রাহমান সোহান, মনজুর হোসেন, নবাবাক এর সভাপতি নূরে তামজীদ,সাধারণ -সম্পাদক সৈয়দ ফরহাদ, ডুসাফ এর সভাপতি বোরহান উদ্দিন, আহমেদ এরশাদ খোকনসহ আরো অনেকে। পরে মুসলিম বিশ্বের শুঃখ, শান্তিকামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মনজুর হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 
























