অাকাশ জাতীয় ডেস্ক:
বানারীপাড়ার লাগোয়া উজিরপুরের চাঙ্গুরিয়ায় পুকুরে গোসেল করতে নেমে মামা-ভাগনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস আড়াই ঘণ্টা চেষ্টা করে তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন, মজুর আব্দুর রাজ্জাক বেপারীর ছেলে রুম্মন বেপারী (২০) ও তার নাতি একই এলাকার টিপু বেপারীর ছেলে এবং ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র রাহাত বেপারী (১৬)। নিহতরা সম্পর্কে মামা-ভাগনে।
শনিবার দুপুরে উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টিম লিডার আলতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের টিম লিডার আলতাব হোসেনের নেতৃত্বে ৭ জন কর্মী দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা করে বিকাল ৫টায় রুম্মনকে উদ্ধার করে।
পরে বরিশালের ডুবুরিদের সহায়তায় সন্ধ্যা ৬টায় রাহাতকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার মিরা মজিদ তাদের মৃত ঘোষণা করে।
আকাশ নিউজ ডেস্ক 























