অাকাশ জাতীয় ডেস্ক:
জেলার উলুখোলায় সড়কে দায়িত্বরত এক পুলিশ সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছেন। এ ছাড়া কোনাবাড়ি এলাকায়ও ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।
নিহতরা হলেন- জয়দেবপুর থানার মীরেরবাজার পুলিশ ক্যাম্পের এএসআই আমজাদ হোসেন ও গাজীপুর সিটি কর্পোরেশনের জাঝড় এলাকার অঞ্জন বোসের ছেলে সাগর বোস(২৯)।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, আমজাদ হোসেন বৃহস্পতিবার মধ্যরাতে মীরেরবাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
তিনি বলেন, ঢাকা-বাইপাস সড়ক থেকে যানজট কমানোর চেষ্টার সময় মোটরসাইকেল নিয়ে তিনি উলুখোলা এলাকায় চাল বোঝাই একটি ট্রাকের সামনে দাঁড়ান। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি আমজাদকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
অপর ঘটনাটি ঘটে রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাজাবাড়ি এলাকায়।
সালনা মহাসড়ক থানার ওসি বাসুদেব সিনহা বলেন, সাগর বোস তার বাবাকে নিয়ে মোটরসাইকেলে করে কোনাবাড়ি থেকে গাজীপুর শহরের জাঝর এলাকায় তাদের বাড়িতে ফিরছিলেন।
তিনি বলেন, তারা রাজাবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। তার বাবা অঞ্জন বোসও আহত হন।
অঞ্জন বোসকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।
আকাশ নিউজ ডেস্ক 























