অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপর ১টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের মুন্সি মিয়াজির পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশুরা হলো- মুন্সি মিয়াজির পাড়া গ্রামের আবু মুছার শিশুকন্যা নিশপা (৫) ও ইউনুছের শিশুকন্যা তানজিয়া (৫)।
দুজনই সম্পর্কে চাচাতো বোন। দুপুরে একসঙ্গে খেলতে গিয়ে দুজনই বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 























