অাকাশ আইসিটি ডেস্ক:
বর্তমানে মানুষের শরীরে প্রতিস্থাপনের জন্য প্রত্যঙ্গ পাওয়া কঠিন ও বিশ্বব্যাপী প্রত্যঙ্গের অভাব একটা বড় সঙ্কট। আর তাই শূকর ব্যবহার করে মানুষের প্রত্যঙ্গ প্রতিস্থাপনের এক পদ্ধতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন মার্কিন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, ‘শূকরের জিনে এমন কিছু পরিবর্তন করতে পেরেছেন, যাতে শূকরের দেহের অংশ থেকে কোনো রোগ মানবদেহে ছড়াতে পারবে না।
গবেষকরা বলছেন জিনের পরিবর্তন ঘটিয়ে ৩৭টি শূকরের দেহ তারা ২৫ ধরনের ভাইরাস থেকে মুক্ত করেন, যার ফলে তাদের মধ্যে সংক্রমণের আশংকা দূর হয়ে যায়। এরপর ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে ভাইরাসমুক্ত শূকরের শাবক তৈরি করা হয়। বিজ্ঞানীরা বলছেন, গবেষণায় এই অগ্রগতির ফলে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া না গেলে বিকল্প ব্যবস্থা হিসাবে শূকরের অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের জন্য ব্যবহার করা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























