অাকাশ জাতীয় ডেস্ক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এখন স্বনির্ভর। শনিবার দুপুরে ফরিদপুরের শহরতলীর ভাজনডাঙ্গায় অবস্থিত হর্টিকালচার সেন্টারে আয়োজিত ভাসমান বীজতলা উদ্বোধন ও কৃষকদের মাঝে ধানের চারা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের কারণে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পাশাপশি আগামীতে আর কখনোই যেন বিদেশ থেকে খাদ্য আমদানি করতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থ্য নিচ্ছে সরকার। এছাড়া বিগত দিনে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হতো। এখন আর বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয় না।
ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, খামার বাড়ির মহাপরিচালক কৃষিবিদ গোলাম মারুফ, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক জি এম আব্দুর রউফ।
আকাশ নিউজ ডেস্ক 



















