অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার যে আগুন লেগেছিল তার সূত্রপাত ভারতের বিমান প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়ার বিমানবন্দর কার্যালয় থেকে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার বেবিচকের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফায়ার কন্ট্রোল মনিটরের আগুনের সূত্রপাত এয়ার ইন্ডিয়া অফিস থেকে। আগুনে এয়ার ইন্ডিয়া ও পাশের কাতার এয়ারওয়েজের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই সময়ে বিমান উড্ডয়ন ও অবতরনে কোনো বিঘ্ন ঘটেনি বলে বিজ্ঞপ্তিতে বলছে বেবিচক।
হজ মৌসুমের মধ্যে শুক্রবার জুমার নামাজের পরপর বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। এর প্রায় তিন ঘণ্টা বহির্গমন কার্যক্রম বন্ধ থাকার পর অন্তত দেড় ডজন আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়।
শুক্রবার বিকালে নিয়ন্ত্রণে আসার পর পাঁচ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে এ ঘটনায় ফায়ার সার্ভিস থেকেও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধনকে প্রধান করে গঠিত কমিটিতে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















