অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম নগরীর বরিশাল কলোনিতে বৃহস্পতিবার রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র্যাব-৭ এর সিইও লে. কর্নেল মিফতাহ জানান, চট্টগ্রামে মাদকের আখড়া হিসেবে পরিচিত নগরীর সদরঘাট থানাধীন বরিশাল কলোনিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান শুরু করে র্যাব।
র্যাবের শতাধিক সদস্য প্রথমে গোটা কলোনিটি ঘিরে ফেলে। বিষয়টি টের পেয়ে কলোনির ভিতর থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা।
এ সময় র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়। তবে, তাৎক্ষনিকভাবে নিহত দু’জনের নাম-পরিচয় জানা যায় নি।
আকাশ নিউজ ডেস্ক 
























