অাকাশ জাতীয় ডেস্ক:
ভোলার লালমোহনে খেলার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে আল আমিন (৬) ও সিয়াম (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে এসে দুজন আহত হয়েছেন।
সোমবার সকাল ৮টায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকার ইউনুস খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আমিন ও সিয়াম একই এলাকার মিজান খন্দকারের ছেলে। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ ওই দুই শিশুর বাড়ির ওপর দিয়ে টানা হয়েছে।
সকালে পল্লী বিদ্যুতের লোকজন লাইনের কাজ করতে আসে। নতুন সংযোগের তারের ওপর দিয়ে পার্শ্ববর্তী বাড়ির মৃত মাওলানা আবদুল জলিলের ঘরে বিদ্যুতের সাইডলাইন এনে দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন। যখনই পল্লী বিদ্যুতের লোকজন তারে টান দেন, তখন সাইডলাইনের তারটির কাভার উঠে গিয়ে পল্লী বিদ্যুতের নতুন সংযোগে বিদ্যুৎ চলে আসে। এ সময় আল-আমিন ও সিয়াম বাড়ির উঠানে খেলা করছিল। এ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ সময় শিশুদের বাঁচাতে এসে জহির (২৬) ও ইব্রাহিম (১৬) নামে দুজন আহত হন। তাদের উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে লালমোহন থানার ওমি মীর খায়রুল কবির বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























