অাকাশ জাতীয় ডেস্ক:
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, হজযাত্রী নিয়ে কোন অনিয়ম এবং দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ‘কাউকে রেখে নয়, সবাইকে নিয়ে হজে যাবো। একজনও বাদ পড়বে না।’ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে আলেম-ওলামাদের সম্পৃক্তকরণ’ শীর্ষক দিনব্যাপি কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ধর্মসচিব মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুনুর রশীদ আশকারী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রতিমন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির জন্য ১১টি জেলায় শেখ রাসেল আধুনিক কম্পিউটার ল্যাব ও ভাষাশিক্ষা কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন।