অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের কাপাসিয়ায় টাকা তৈরির মেশিন, জাল টাকাসহ নাইজেরিয়ান দুই নাগরিক ও তাদের দুই (বাংলাদেশি) সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার তরগাঁও ইউনিয়নের মিয়ার বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- নাইজেরিয়ান নাগরিক মি. কে ডি, অজ্ঞাতনামা নারী, কাপাসিয়া উপজেলার মৈশন গ্রামের আলমগীর হোসেন ও সোহান।
মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন চৌধুরী রোকজু জানান, বাজারে বিদেশি নাগরিকের সাথে স্থানীয় লোকজনের হট্টগোল হলে কয়েকজন কাপাসিয়া থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তারদের কাছ থেকে নগদ এক লাখ দুই হাজার জাল টাকা ও টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৭-৭৮৯৪) জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 























