অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হঠাৎ করে উচ্চ আদালতের রায় গাজীপুরবাসীকে স্তম্ভিত করে দিয়েছে।
হাইকোর্টের আদেশে নির্বাচন স্থগিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার জীবনের সর্বস্ব দিয়ে হলেও এ গাজীপুরবাসীর মনের কথা, জনগণ যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য আইনি লড়াই, মাঠের লড়াই, রাজনীতির লড়াই জনগণের পক্ষে করে যাব।
রোববার নির্বাচন স্থগিতের খবর পাওয়ার পর বিকালে নগরীর টঙ্গী নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে হাসান উদ্দিন সরকারের বাসভবনে প্রেস ব্রিফিং শেষে বের হয়ে ঢাকায় যাওয়ার পথে তার বাসার সামনে থেকে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ ১০জন নেতাকর্মীকে আটক করেছে টঙ্গী থানার পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 



















