অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের চকরিয়ায় মরা গরুর মাংস বিক্রির সময় দুই মাংস বিক্রেতাকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৬০ কেজি পচা ও দুর্গন্ধযুক্ত মাংস উদ্ধার করে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পরে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান দুই মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, বৃহস্পতিবার সকালে ছিকলঘাট স্টেশন থেকে মাংস কেনেন স্থানীয় হোটেল ব্যবসায়ী আলী আহামদ। পরে ওইসব মাংস বাড়িতে কাটতে গিয়ে দেখা যায় মাংসের মধ্যে পোকা এবং দুর্গন্ধ বের হচ্ছে। বিষয়টি আমাকে জানানো হয়।
তিনি বলেন, পরে আমি ইউপি সদস্য আবুল কালাম, মো. কবির চৌধুরী, আবদুল গণি, যুবলীগ নেতা মিন্টু ও গ্রাম পুলিশ নিয়ে দুই মাংস বিক্রেতা উপজেলার বিএমচর ইউনিয়নের কসাইপাড়া এলাকার কালা মিয়ার ছেলে রুস্তম আলী (৫০) ও একই এলাকার নুরুল কবিরের ছেলে মো. আরিফকে (৩৫) আটক করি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ছিকলঘাট এলাকায় মরা গরুর মাংস বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পচা মাংসগুলো স্থানীয় চেয়ারম্যানকে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























