অাকাশ জাতীয় ডেস্ক:
বন্যপ্রাণী শিকার করতে এসে পুলিশের হাতে আটক হল দুই উপজাতি। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুমের নেতৃত্বে মডেল থানা পুলিশের এক দল পুলিশ হাটহাজারী পৌরসভাস্থ পশ্চিম আলমপুর গ্রামের লালমতি পাহাড়ের ঢালু অংশে একটি পরিত্যক্ত খামার বাড়ি থেকে ওই দুই উপজাতিকে আটক করা হয়।
আটককৃতরা হল- রাঙ্গামাটি জেলার কাউখালী থানার ঘাগড়া এলাকার মায়াধন চাকমা ও রাঙ্গুনিয়া উপজেলার চৈয়লাবিল এলাকার শান্তিময় চাকমা।
ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দুই উপজাতির কাছ থেকে ৪৬ ইঞ্চি লম্বা একটি হাতে তৈরি কাঠ ও লোহার ব্যারেল দ্বারা নির্মিত গাদা বন্দুক সদৃশ অস্ত্র, ৫৬টি বিস্ফোরিত গুলির অগ্রভাগের মাথা, একটি হাতে বানানো ককটেল, চারটি কচ্ছপ ও ৮-১০টি কুছিয়া আলামত হিসেবে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























