ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার ‘লাইলাতুল গুজব’ শেষে বিসিবিতেই দেখা গেল বুলবুলকে ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর বিএনপির হামলার অভিযোগ বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে : রিজভী জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াত নেতার, বিক্ষোভে উত্তাল ঢাবি

জনগণের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহি থাকতে হবে: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচনে জয়ী হলেই হবে না, জনগণের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহি থাকতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সব কিছু ভুলে গেলে চলবে না, তাদের পাশে থেকে কাজ করতে হবে। আওয়ামী লীগ সব সময় জনগণের সঙ্গে রয়েছে। ব্যবসায়ীদের এখন রাজনৈতিক নেতাদের চাঁদা দিতে হয় না। নিরাপদে তারা ব্যবসা-বাণিজ্য করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কাউকে চাঁদা দিতে হবে না।

শনিবার দুপুরে ঝালকাঠির পৌরসভার বর্তমান পরিষদের দুই বছরপূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরসভা চত্বরে মতবিনিময় সভার আয়োজন করে পৌর কর্তৃপক্ষ।

শেখ হাসিনার ১৯ বার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, আল্লাহর রহমত আছে বলেই শেখ হাসিনা বেঁচে আছেন। তিনি বেঁচে আছেন বলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ৩০টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এর ফলে বাংলাদেশের মর্যাদা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন দাবি করে শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ে তোলার। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণ করে যাচ্ছেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কর্মসূচি গ্রহণ করে তিনি বিশ্বে আড়োলন সৃষ্টি করেছেন। এ জন্য তিনি চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করে বাঙালি জাতিকে গৌরাবান্বিত করেছেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা মাদার অব হিউমিনিটিতে ভূষিত হয়েছেন। এমন নেত্রীর পাশে জনগণ থাকলে দেশের উন্নয়ন হবেই। জনগণই এখন বলতে শুরু করেছে, শেখ হাসিনার সরকার, বারবার দরকার।

ঝালকাঠি পৌরসভার উন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের আমলেই ঝালকাঠি পৌরসভা তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। আওয়ামী লীগের আমলেই ইউজিপ প্রকল্পে এ পৌরসভা অন্তর্ভুক্ত হয়েছে। গত দুই বছরে ঝালকাঠি পৌরসভায় যত কোটি টাকার কাজ হয়েছে তা বিগত ৪০ বছরে হয়নি।

ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, হুমায়ুন কবির খান, রেজাউল করিম জাকির, হাফিজ আল মাহামুদ ও নাসিমা কামাল বক্তব্য দেন।

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, জেলা পাবলিক প্রসিকিউটর আবদুল মান্নান রসুল ও চেম্বার অব কমার্স সভাপতি মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জনগণের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহি থাকতে হবে: আমু

আপডেট সময় ০৭:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচনে জয়ী হলেই হবে না, জনগণের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহি থাকতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সব কিছু ভুলে গেলে চলবে না, তাদের পাশে থেকে কাজ করতে হবে। আওয়ামী লীগ সব সময় জনগণের সঙ্গে রয়েছে। ব্যবসায়ীদের এখন রাজনৈতিক নেতাদের চাঁদা দিতে হয় না। নিরাপদে তারা ব্যবসা-বাণিজ্য করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কাউকে চাঁদা দিতে হবে না।

শনিবার দুপুরে ঝালকাঠির পৌরসভার বর্তমান পরিষদের দুই বছরপূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরসভা চত্বরে মতবিনিময় সভার আয়োজন করে পৌর কর্তৃপক্ষ।

শেখ হাসিনার ১৯ বার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, আল্লাহর রহমত আছে বলেই শেখ হাসিনা বেঁচে আছেন। তিনি বেঁচে আছেন বলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ৩০টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এর ফলে বাংলাদেশের মর্যাদা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন দাবি করে শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ে তোলার। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণ করে যাচ্ছেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কর্মসূচি গ্রহণ করে তিনি বিশ্বে আড়োলন সৃষ্টি করেছেন। এ জন্য তিনি চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করে বাঙালি জাতিকে গৌরাবান্বিত করেছেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা মাদার অব হিউমিনিটিতে ভূষিত হয়েছেন। এমন নেত্রীর পাশে জনগণ থাকলে দেশের উন্নয়ন হবেই। জনগণই এখন বলতে শুরু করেছে, শেখ হাসিনার সরকার, বারবার দরকার।

ঝালকাঠি পৌরসভার উন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের আমলেই ঝালকাঠি পৌরসভা তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। আওয়ামী লীগের আমলেই ইউজিপ প্রকল্পে এ পৌরসভা অন্তর্ভুক্ত হয়েছে। গত দুই বছরে ঝালকাঠি পৌরসভায় যত কোটি টাকার কাজ হয়েছে তা বিগত ৪০ বছরে হয়নি।

ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, হুমায়ুন কবির খান, রেজাউল করিম জাকির, হাফিজ আল মাহামুদ ও নাসিমা কামাল বক্তব্য দেন।

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, জেলা পাবলিক প্রসিকিউটর আবদুল মান্নান রসুল ও চেম্বার অব কমার্স সভাপতি মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।