অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক মোখর উদ্দিন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে মিরেরবাজার এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোখর উদ্দিন (৪০) শরীয়তপুরের নড়িয়া থানার দিনারা এলাকার আয়েজ উদ্দিনের ছেলে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, গাজীপুর চৌরাস্তাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক মোখর উদ্দিনসহ চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মোখর উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 























