অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের পাসপোর্ট অফিস থেকে ছনুয়ারা (১৮) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পাসপোট করতে আসা ওই নারীকে আটক করা হয়।
আটক ছনুয়ারা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পাসপোর্ট করতে এখানে আসেন। তার বাবার নাম সকিল আহমেদ।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গাজীপুর অফিসে এসে পাসপোর্টের জন্য আবেদন করেন রোহিঙ্গা নারী ছনুয়ারা। এক পর্যায়ে তার কথাবার্তা শুনে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়।
এ সময় থানায় খবর দেয়া হলে পুলিশ এসে ছনুয়ারাকে আটক করে। তাকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে। পাসপোর্টের আবেদন গাজীপুরের কাপাসিয়ার ঠিকানা ব্যবহার করেন ওই রোহিঙ্গা নারী।
আকাশ নিউজ ডেস্ক 























