অাকাশ জাতীয় ডেস্ক:
স্কুলে চলছে সকালের সমাবেশ। কিন্তু প্রথাগত পিটির বদলে শিক্ষার্থীদের দেখা গেল ভিন্ন কাজে ব্যস্ত থাকতে। শিক্ষকেরাও আছেন তাদের সাথে। হাজী গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ে দেখা গেল- বিদেশী গানের তালে তালে শিক্ষার্থীদের পিটি করানো হচ্ছে।
অবিশ্বাস্য হলেও সত্য মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় চট্টগ্রামের হালিশহরে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় স্কুলের মাঠে শহীদ মিনারের সামনেই পিটিতে একদল শিক্ষার্থী ইংরেজি গানের সাথে নাচছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আইরিশ ব্যান্ড ভেঙ্গাবয়েজ এর ‘আই ওয়ান্ট আ কিস কিস’ গানের তালে তালে নাচছে শিক্ষার্থীরা। অবিশ্বাস্য হলেও সত্য এই গান ও নাচের তদারকি করছেন স্বয়ং শিক্ষকেরা।
ভিডিওটির একটি জায়গায় দেখা যায়, একজন শিক্ষক একজন ছাত্রীকে হাত ধরে টেনে নাচের মঞ্চে নিয়ে আসেন। সাবেক শিক্ষার্থীদের অনেকেই ক্ষেপেছেন এই নাচের ব্যাপারে। তাদের অনেকেরই দাবি এই ধরণের সংস্কৃতি দেশের ভবিষ্যতকে নষ্ট করছে।
নাচের ব্যাপারটি বাচ্চাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের একটি অংশ হিসেবে শিক্ষার্থীদের ‘এনজয়’ এর জন্যই করা হয়েছে বলে প্রধান শিক্ষক দাবি করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























