অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের হোতাপাড়া এলাকায় ট্রাকচাপায় হুমায়ূন কবীর নামে এক কারখানা শ্রমিক মারা গেছেন।সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি অহিদুজ্জামান জানান, সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে বাইসাইকেলযোগে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন হুমায়ূন। এ সময় সদর উপজেলার হোতাপাড় এলাকায় ফুয়াং নামের একটি কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহত হুমায়ূন কবীর ফুয়াং কারখানায় কাজ করতেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
নিহত হুমায়ূন কবীর গাজীপুর সদর উপজেলার মনিপুর নয়াপাড়া এলাকার মৃত মোছলেম উদ্দিনের ছেলে।
আকাশ নিউজ ডেস্ক 
























