অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার ঢালীপাড়া এলাকায় কাঠাল গাছ থেকে এক গাড়িচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। তার নাম মোখলেছ মিয়া। তিনি আবদার ঢালীপাড়া গ্রামের কাছুম আলীর ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই) সৈয়দ আজিজুল হক জানান, মোকলেছ মঙ্গলবার রাতে পরিবারের লোকজনের সঙ্গে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন।পরে রাত গভীর রাত পর্যন্ত বাড়ি আসায় স্বজনরা তাকে খোঁজাখুজি করেও পায়নি। বুধবার সকালে বাড়ির পাশের কাঠাল গাছে তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ বিষয়ে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। নিহত মোখলেছ একটি প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 























