অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ ইউনিয়নের ঈদগড়-বাইসারি সড়কের হিমছড়ির ঢালে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে মরদেহগুলো উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় কেউ জানাতে পারেনি।
স্থানীয়রা জানান, ভোরে স্থানীয় লোকজন দুইজনের ছিন্নভিন্ন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার। দৈনিক আকাশকে তিনি জানান, সকালে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে এসেছে। এছাড়া সেখানে একটি অস্ত্রও পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ওসি আরও জানান, রাতের কোনো এক সময় তাদের হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























