অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আফরিন দখলের যে ঘোষণা দিয়েছেন তা ‘দিবাস্বপ্ন’ হয়ে থাকবে। তার এ স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজির মুখপাত্র রেদুর জলিল। বুধবার এরদোগান বলেছিলেন, রাতের মধ্যেই তুরস্কের সেনা ও তাদের মিত্র কথিত ফ্রি সিরিয়ান আর্মির গেরিলারা আফরিন দখল করে নেবে। খবর পার্সটুডের।
রেদুর জলিল বুধবার বলেন, “যখন তুর্কি প্রেসিডেন্ট বলেন আজ রাতের মধ্যেই আফরিনের পতন হবে, তখন তার এ বক্তব্যকে দিবাস্বপ্নের মতোই মনে হয়।”
বুধবারই রাজধানী আংকারায় এরদোগান বলেন, আফরিন দখলের জন্য সব প্রস্তুতি শেষ এবং বেসামরিক প্রাণহানির ঘটনা কমানোর জন্য সর্বোচ্চ সতর্কমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি জানান, আফরিন দখলের পর বেসামরিক লোকজনকে একটি মানবিক করিডরের মাধ্যমে উদ্ধার করা হবে। তবে কুর্দি গেরিলারা বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে এবং তাদের শহর থেকে বের হতে দিচ্ছে না বলে অভিযোগ করেন এরদোগান।
এদিকে তুরস্কের জেনারেল স্টাফ বুধবার জানিয়েছেন, গত ২০ জানুয়ারি সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৩,৪৪৪ জন কুর্দি গেরিলাকে নিষ্ক্রিয় করা হয়েছে। তুরস্ক ‘নিষ্ক্রিয়’ বলতে হত্যা কিংবা আত্মসমর্পণকে বুঝিয়ে থাকে।
আকাশ নিউজ ডেস্ক 






















