অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজ এক কিশোরীর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তৈয়বা বেগম (১৪) বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা গ্রামের সেলিম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, তৈয়বা বেগম পূর্ব মেহেরনামা গ্রামের মাস্টার শাহাদাত হোসেনের বাড়িতে কাজ করত। বুধবার তৈয়বা বেগম নিখোঁজ হয়। পর দিন বৃহস্পতিবার শাহাদাত হোসেনের বাড়ির পুকুরে তৈয়বা বেগমের লাশ পাওয়া যায়।
পেকুয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিদুয়ান জানান, মেয়েটি মৃগী রোগী ছিল। মেয়েটির মা-বাবার সম্মতিক্রমে বৃস্পতিবার সকালে তাকে পূর্ব মেহেরনামা গ্রামের একটি কবরস্থানে দাফন করা হয়েছে।
পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, মেয়েটি মৃগী রোগী ছিলে বলে শুনেছি।
আকাশ নিউজ ডেস্ক 























