অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
দিন দশেকের ব্যবধানের আবার হামলা চালিয়েছে মাওবাদীরা। মঙ্গলবার তারা ভারতের ছত্রিশগঢ় রাজ্যের সুকমায় মাইন প্রতিরোধক গাড়ির বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় অন্তত ৯ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১০ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
সিআরপিএফ সূত্রে খবর, আজ মঙ্গলবার সকালে মাওবাদী প্রভাবিত সুকমা জেলায় তল্লাশি অভিযান চলছিল। সেই সময়েই কিস্টারাম পুলিশ থানা এলাকায় গভীর জঙ্গলের মধ্যে মাওবাদীরা তীব্র বিস্ফোরণ ঘটায়। তাতেই উড়ে যায় মাইন প্রতিরোধক ওই গাড়ি। সুকমাতেই দু’দিন আগে মুখ্যমন্ত্রী রমন সিং ঘুরে গিয়েছেন। তার পরেই এই ঘটনা। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।
এর আগে গত ২ মার্চ ছত্তিশগঢ়ের বিজাপুর জেলার পূজারী কাঁকের এলাকার জঙ্গলে সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে মারা যায় অন্তত ১০ জন মাওবাদী। এ দিনের ঘটনা তারই পাল্টা বলে মনে করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























