অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের সদর উপজেলায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘেরবাজার এলাকার মোশারফ কম্পোজিট কারখানা তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সাভির্সের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, ভোর সাড়ে ৪টার দিকে মোশারফ কম্পোজিট কারখানার একটি একতলা ভবনের তুলার গুদামে আগুন লাগে।
খবর পেয়ে গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুর, টঙ্গী ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সাভির্সের সাতটি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 























