অাকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জের মুকসুদপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে দশম শ্রেণির ছাত্রী ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বানিয়ারচর মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত ফালগুনী বাইন (১৬) বানিয়ারচর মধ্যপাড়া গ্রামের রাজ কুমার বাইনের মেয়ে ও স্থানীয় সূর্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বানিয়ারচর মধ্যপাড়া গ্রামের রাজ কুমার বাইনের মেয়ে ফালগুনী বাইন (১৬) ঠিকমতো পড়ালেখা না করায় তার বাবা- মা বকাবকি করে। পরে ফালগুনী বাইন সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























