ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

তৃতীয় দিন শেষে ৪০২ রানের লিডে অস্ট্রেলিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে আজ। শনিবার দিন শেষে ৪০২ রানের লিডে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের হাতে রয়েছে এক উইকেট। এদিন নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে অজিরা। প্রথম ইনিংস শেষে তারা ১৮৯ রানে এগিয়ে ছিল।

ডারবানে গত বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওইদিন পাঁচ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে অজিরা। শুক্রবার আবার তারা ব্যাটিংয়ে নামে। ৩৫১ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন মিচেল মার্শ। ৫৬ রান করেন স্টিভেন স্মিথ। ৫১ রান করেন ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশভ মহারাজ ৫টি উইকেট নেন। তিনটি উইকেট নেন ভারনন ফিল্যান্ডার। দুইটি উইকেট নেন কাগিসো রাবাদা।

পরে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ১৬২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। এরপরই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থাকেন এবি ডি ভিলিয়ার্স। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন এইডেন মার্করাম। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ৫টি, জস হ্যাজলেউড ১টি, নাথান লায়ন ৩টি ও প্যাট কামিন্স ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

তৃতীয় দিন শেষে ৪০২ রানের লিডে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৫১ (১১০.৪ ওভার)

ক্যামেরন ব্যানক্রফট ৫, ডেভিড ওয়ার্নার ৫১, উসমান খাজা ১৪, স্টিভেন স্মিথ ৫৬, শন মার্শ ৪০, মিচেল মার্শ ৯৬, টিম পেইনে ২৫, প্যাট কামিন্স ৩, মিচেল স্টার্ক ৩৫, নাথান লায়ন ১২, জস হ্যাজলেউড ২*; মরনি মরকেল ০/৭৫, ভারনন ফিল্যান্ডার ৩/৫৯, কেশভ মহারাজ ৫/১২৩, কাগিসো রাবাদা ২/৭৪, এইডেন মার্করাম ০/২, থিউনিস ডি ব্রুইন ০/৬)।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১৬২ (৫১.৪ ওভার)

(ডেন এলগার ৭, এইডেন মার্করাম ৩২, হাশিম আমলা ০, এবি ডি ভিলিয়ার্স ৭১*, ফাফ ডু প্লেসিস ১৫, থিউনিস ডি ব্রুইন ৬, কুইন্টন ডি কক ২০, ভারনন ফিল্যান্ডার ৮, কেশভ মহারাজ ০, কাগিসো রাবাদা ৩, মরনি মরকেল ০; মিচেল স্টার্ক ৫/৩৪, জস হ্যাজলেউড ১/৩১, নাথান লায়ন ৩/৫০, প্যাট কামিন্স ১/৪৭)।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২১৩/৯* (৭১.৪ ওভার)

(ক্যামেরন ব্যানক্রফট ৫৩, ডেভিড ওয়ার্নার ২৮, উসমান খাজা ৬, স্টিভেন স্মিথ ৩৮, শন মার্শ ৩৩, মিচেল মার্শ ৬, টিম পেইনে ১৪, প্যাট কামিন্স ১৭*, মিচেল স্টার্ক ৭, নাথান লায়ন ২, জস হ্যাজলেউড ৪*; মরনি মরকেল ৩/৪২, ভারনন ফিল্যান্ডার ০/৩৫, কেশভ মহারাজ ৩/৯৩, কাগিসো রাবাদা ২/২৮, ডেন এলগার ১/১০)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

তৃতীয় দিন শেষে ৪০২ রানের লিডে অস্ট্রেলিয়া

আপডেট সময় ১০:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে আজ। শনিবার দিন শেষে ৪০২ রানের লিডে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের হাতে রয়েছে এক উইকেট। এদিন নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে অজিরা। প্রথম ইনিংস শেষে তারা ১৮৯ রানে এগিয়ে ছিল।

ডারবানে গত বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওইদিন পাঁচ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে অজিরা। শুক্রবার আবার তারা ব্যাটিংয়ে নামে। ৩৫১ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন মিচেল মার্শ। ৫৬ রান করেন স্টিভেন স্মিথ। ৫১ রান করেন ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশভ মহারাজ ৫টি উইকেট নেন। তিনটি উইকেট নেন ভারনন ফিল্যান্ডার। দুইটি উইকেট নেন কাগিসো রাবাদা।

পরে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ১৬২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। এরপরই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থাকেন এবি ডি ভিলিয়ার্স। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন এইডেন মার্করাম। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ৫টি, জস হ্যাজলেউড ১টি, নাথান লায়ন ৩টি ও প্যাট কামিন্স ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

তৃতীয় দিন শেষে ৪০২ রানের লিডে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৫১ (১১০.৪ ওভার)

ক্যামেরন ব্যানক্রফট ৫, ডেভিড ওয়ার্নার ৫১, উসমান খাজা ১৪, স্টিভেন স্মিথ ৫৬, শন মার্শ ৪০, মিচেল মার্শ ৯৬, টিম পেইনে ২৫, প্যাট কামিন্স ৩, মিচেল স্টার্ক ৩৫, নাথান লায়ন ১২, জস হ্যাজলেউড ২*; মরনি মরকেল ০/৭৫, ভারনন ফিল্যান্ডার ৩/৫৯, কেশভ মহারাজ ৫/১২৩, কাগিসো রাবাদা ২/৭৪, এইডেন মার্করাম ০/২, থিউনিস ডি ব্রুইন ০/৬)।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১৬২ (৫১.৪ ওভার)

(ডেন এলগার ৭, এইডেন মার্করাম ৩২, হাশিম আমলা ০, এবি ডি ভিলিয়ার্স ৭১*, ফাফ ডু প্লেসিস ১৫, থিউনিস ডি ব্রুইন ৬, কুইন্টন ডি কক ২০, ভারনন ফিল্যান্ডার ৮, কেশভ মহারাজ ০, কাগিসো রাবাদা ৩, মরনি মরকেল ০; মিচেল স্টার্ক ৫/৩৪, জস হ্যাজলেউড ১/৩১, নাথান লায়ন ৩/৫০, প্যাট কামিন্স ১/৪৭)।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২১৩/৯* (৭১.৪ ওভার)

(ক্যামেরন ব্যানক্রফট ৫৩, ডেভিড ওয়ার্নার ২৮, উসমান খাজা ৬, স্টিভেন স্মিথ ৩৮, শন মার্শ ৩৩, মিচেল মার্শ ৬, টিম পেইনে ১৪, প্যাট কামিন্স ১৭*, মিচেল স্টার্ক ৭, নাথান লায়ন ২, জস হ্যাজলেউড ৪*; মরনি মরকেল ৩/৪২, ভারনন ফিল্যান্ডার ০/৩৫, কেশভ মহারাজ ৩/৯৩, কাগিসো রাবাদা ২/২৮, ডেন এলগার ১/১০)।