অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাকে কভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় দারোগার হাট ভাঙ্গাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. একরাম (২৫) কভার্ডভ্যান চালকের সহকারী ছিলেন।
মিরসরাই ফায়ার স্টেশনের পরিদর্শক রবিউল আজম জানান, গভীররাতে ঢাকাগামী একটি ট্রাককে পেছন থেকে ওই কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে কভার্ডভ্যানটি উল্টে ঘটনাস্থলেই একরামের মৃত্যু হয়। এসময় আহত হন কাভার্ডভ্যানচালক রঞ্জু। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























