অাকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেটকার চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুরের উপজেলার পুরাতন মুকসুদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাইমুর জিহাদ (৫) কোলাকোনা গ্রামের আরশাদ মিয়ার ছেলে। সে ১৩ নং মুকসুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুকসুদপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা র্দুঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























