অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে নগরীর সদরঘাট থানার জুঁই ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম সদরঘাটের সদর রেল কলোনির বাসিন্দা মো. জসীম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, রাস্তায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কেন ওই যুবককে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 





















