অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় মতিউর রহমান সানি (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের পাতলাশি গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে।
বুধবার সকাল পৌনে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা (মোহা সিএনজি পাম্পের সামনে) দুর্ঘটনাটি ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি দেলোয়ার বলেন, মতিউর ঢাকার মালিবাগে মার্কেটিংয়ের কাজ করতেন। শুক্রবার ছুটিতে তিনি মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। সকালে মাওনা চৌরাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। এসময় ময়মনসিংহগামী কাভার্ড ভ্যান পেছন থেকে তার ওপর ওঠে যায়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























