অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের হাটহাজারী ও আনোয়ারা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে আনোয়ারা উপজেলার মাজার গেট এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মহিউদ্দিনকে (৪০) মৃত ঘোষণা করেন।
এছাড়া আহত রবিউল ইসলাম (১৭) ও তারেক (২৫) হাসপাতালে চিকিৎসাধীন। নিহত মহিউদ্দিন ফেনী জেলার সোনাগাজী থানার রঘুনাথপুর এলাকার ছালেহ আহমদের ছেলে।
অপরদিকে হাটহাজারী উপজেলার নজুমিয়ারহাট এলাকায় গাড়ির ধাক্কায় প্রকাশ দাশ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রাউজান উপজেলার গশ্চি নয়াহাট দাশপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সম্ভু দাশের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শিলাব্রত দাশ জানান, নজুমিয়াহাট একায় একটি গাড়ি প্রকাশকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 






















