অাকাশ জাতীয় ডেস্ক:
রংপুরের রশিদপুর থেকে এলাকা থেকে রাশেদুল ইসলামে নামে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার শাহপুর গ্রামের আবু বক্করের ছেলে রাশেদুর বড়দরগা বাজারে ব্যবসা করতেন।
রবিবার রাত অজ্ঞাতরা তাকে ডেকে নেয়ার পরে থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে রশিদপুরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদ নামে এক কয়েদি সোমবার ভোরে মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ ও কারাগার সূত্র জানায়, আসাদের বাড়ি রংপুর সদর উপজেলার ইশ্বরকুল মাঠেরহাট গ্রামে। তার বাবার নাম আকবর হোসেন। ভোরে তিনি হঠাৎ অসুস্থ্ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রংপুর কারাগারের জেলার আব্দুল কুদ্দুস জানান, গত বছরের আগস্ট মাসে ছিনতাই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























