অাকাশ জাতীয় ডেস্ক:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বাগ্বিতণ্ডার জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামী মোহাম্মদ হোসেন (৩৫) রোহিঙ্গা নাগরিক মৃত ছব্বির হোসনের ছেলে। নিহত রেনুয়ারা বেগম (৩২) মোহাম্মদ হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ঘটনাস্থলেই মারা যান।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, নিহত রেনু বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























